নয়াদিল্লি: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শিশুরা অপুষ্টি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন।
খাদ্যদ্রব্যের দাম ক্রমান্বয়ে বাড়ার কারণে উন্নয়নশীল দেশগুলোর বাবা-মারা সন্তানদের খাবারের পেছনে আর আগের মত ব্যয় করতে পারছেন না।
বাংলাদেশ, পেরু, ভারত, পাকিস্তান এবং নাইজেরিয়ার অনেক পরিবারের ওপর এক জরিপ চালিয়ে এতথ্য উপস্থাপন করেছে সেভ দ্য চিলড্রেন। ‘এ লাইফ ফ্রি ফ্রম হাঙ্গার: ট্যাকলিং চাইল্ড ম্যালনিউট্রিশন’ নামক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেন তারা।
সংস্থাটি আরও জানায়, সারাবিশ্বে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে অর্ধেকই বাস করে উল্লিখিত পাঁচটি দেশে।
জরিপ মতে, ২০১১ সালে প্রায় ২৫ কোটি বাবা-মা তাদের পরিবারের খাদ্যের জন্য বরাদ্দকৃত ব্যয় কমিয়ে দিয়েছে। বাবা-মার মতে, পর্যাপ্ত খাবার না দেওয়ার কারণে তাদের সন্তানরা অপুষ্টিতে ভুগছে।
অনেক বাবা-মাকে খাবারের অর্থ যোগার না করতে পারার কারণে সন্তানদের স্কুল ছেড়ে দিতে হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী ১৫ বছরের মধ্যে শিশুরা মানসিক এবং শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির প্রধান নির্বাহী জাস্টিন ফর্সেথ বলেন, বিশ্ব নাটকীয়ভাবেই শিশু মৃত্যুহার কমাতে সমর্থ হয়েছে। কিন্তু অপুষ্টির এই চিত্র চলতে থাকলে মৃত্যুহার ঠেকিয়ে রাখা যাবে না।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২