ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্যাংককে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, ফেব্রুয়ারি ১৫, ২০১২
ব্যাংককে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ব্যাংককে সিরিজ বোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের এই অভিযোগ অস্বীকারের সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব উইচিয়ান পোদফোসারি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, বিস্ফোরণস্থল থেকে পাওয়া বিস্ফোরক পদার্থের মধ্যে একটি ম্যাগনেট পাওয়া গেছে। ভারতে বোমা হামলা এবং জর্জিয়ায় ইসরায়েলের দূতাবাসের সামনে নিষ্ক্রিয় করা বোমার সঙ্গে সাদৃশ্য আছে এই বোমার।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, পুলিশকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপের সময় সাঈদ মোরাদি নামের একজন ইরানী নাগরিক আহত হয়। বোমা বিস্ফোরণে তার দুই পাই উড়ে যায়।
 
পুলিশ সূত্র জানায়, যে বাড়িতে বোমা বিস্ফোরণ হয় সেটি ছিল মূলত একটি ভাড়া বাড়ি। ইরানী নাগরিক মোরাদি তার সঙ্গীদের নিয়ে ওই বাড়িটি ভাড়া করেছিল। ঘর থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে পুলিশ।

জর্জিয়া, ভারতে বোমা হামলার সঙ্গে ব্যাংককের বোমা হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে থাইল্যান্ড পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।