ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সবচে দুর্নীতগ্রস্ত শহর শিকাগো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, ফেব্রুয়ারি ১৫, ২০১২
যুক্তরাষ্ট্রের সবচে দুর্নীতগ্রস্ত শহর শিকাগো

ঢাকা: বিশ্বের ধনী দেশ যুক্তরাষ্ট্রের সবচে দুর্নীতিগ্রস্ত শহরে পরিণত হয়েছে শিকাগো। শহরের মেয়রের সাবেক এক অ্যালডারম্যান (মেয়ররের নিচেই যার পদমর্যাদা) নিজস্ব পর্যবেক্ষণ থেকে এই মন্তব্য করেছেন।



ইলিনয় ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডিক সিম্পসন দায়িত্বে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে বেশ পরিচিতি পান।

এই দাবির পক্ষে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সিম্পসন। তিনি জানিয়েছেন, দুর্নীতির দিক থেকে ইলিনয় রয়েছে তিন নম্বরে।

সিম্পসন শিকাগোতে সব দুর্নীতির পরিমাণ নির্ধারণ করেছেন ৫০ কোটি ডলার।

এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, পুলিশের নিষ্ঠুরতা, ভুয়া ঠিকাদারি, ঘুষ, চুরি এবং বেনামে বেতন ভাতা ইত্যাদি দুর্নীতি এবং সেগুলোর বিরুদ্ধে আবার আইনি পদক্ষেপ নিতে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার মোট পরিমাণ থেকে।

সিম্পসন বলেন, ‘দুর্নীতিতে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৮৬৯ সালে প্রথম একটি দুর্নীতির বিচার হয়। অ্যালডারম্যান এবং কমিশনাররা একটি ভুয়া ঠিকাদির জন্য অভিযুক্ত হয়েছিলেন। এই দুর্নীতির কারণে আক্ষরিক অর্থেই হোয়াইটওয়াশ হয়ে যায় হোয়াইট হল।

তিনি বলেন, ‘দুর্নীতি এই শহরের রাজনীতির সঙ্গে মিশে গেছে। ১৮৭১ সালে গ্রেট শিকাগো ফায়ার-এর সময় থেকেই আমাদের এখানে এক যান্ত্রিক রাজনীতি শুরু হয়েছে। এই যান্ত্রিক রাজনীতিই দুর্নীতির জন্ম দিয়েছে তাতে সন্দেহ নেই। ’

সিম্পসন আক্ষেপ করে বলেন, হংকং এবং সিডনিও একই ভাবে দুর্নীতিগ্রস্ত ছিল কিন্তু তারা নিজেদের মতো করে তা পরিবর্তন করতে পেরেছে। শিকাগোও পারবে তবে তাতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।

নিজের পর্যবেক্ষণ একটি প্রতিবেদন আকারে সিটিহলের শিকাগো এথিকস টাস্ক ফোর্সের সভায় উপস্থাপন করবেন বলে জানিয়েছেন অধ্যাপক সিম্পসন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।