ঢাকা: একটি নতুন সংবিধানের ওপর আগামী ২৬ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আশার আল আসাদ।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা বুধবার এ কথা জানিয়েছে।
তবে গত মার্চে সিরিয়ার বিরোধীরা সংবিধান সংশোধনের দাবিতে প্রথম বিক্ষোভ শুরু করলেও এখন তারা আসাদের পদত্যাগ ছাড়া সরকারের কোনো প্রস্তাব মানতে রাজি নয়।
বিক্ষোভকারীদের দমন বন্ধ এবং রাজনৈতিক সংস্কারের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও আসাদ এ পর্যন্ত কিছুই করেননি। উপরন্তু নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দেড় হাজারের মতো বিক্ষোভকারী প্রাণ হারানোর খবর পাওয়া যায়। একারণেই আসাদের ওপর থেকে আস্থা হারিয়েছে বিক্ষোভকারী ও বিরোধীরা।
বুধবার সানার প্রতিবেদনে বলা হচ্ছে, খসড়া সংবিধানে ‘জাতি এবং সমাজের নেতৃত্বে বাথ পার্টি’ এমন ভাষা বাদ দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালের ১৬ অক্টোবর সানার প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন সংবিধান রচনার জন্য প্রেসিডেন্ট আসাদ একটি কমিটি গঠন করেছেন।
এবারের প্রতিবেদনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নতুন সংবিধান অনুমোদনের মধ্য দিয়ে সিরিয়া সবচে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে। নতুন সাংবিধানিক এবং আইনি কাঠামোর মধ্যে সহেযাগিতার একটি নতুন যুগে প্রবেশ করবে সিরিয়া। সিরিয়ার নতুন প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনে এটি একটি প্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২