ঢাকা: ভোটার তালিকায় ভুলভ্রান্তি, ভুয়া ভোটার এসব দুর্নাম এতোদিন ভারত বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোরই ছিল। কিন্তু এমন অভিযোগ ওঠল এবার ধন-সম্পদে, প্রযুক্তিতে উন্নদ দেশ যুক্তরাষ্ট্রেও।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকায় কমপক্ষে ৪০ লাখ ভুল পাওয়া গেছে। তালিকায় এক ব্যক্তি একাধিক রাজ্যে ভোটার হওয়ার মতো ভুল রয়েছেই তার মধ্যে আবার অনেক মৃত মানুষকেও নাকি ভোটার তালিকায় অন্তর্ভৃক্ত দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা জানিয়েছে, ১৮ লাখেরও বেশি ভোটার কয়েক বছর আগেই মারা গেছেন। কমপক্ষে ২৫ লাখ ভোটার একসঙ্গে একাধিক অঙ্গরাজ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
তারা আরো জানিয়েছে, ভোটার তালিকায় প্রতি আট জনের মধ্যে একজন ভোটারদের তথ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভুল রয়েছে। আর ভুলের জন্য সেকেলে এবং অদক্ষ ব্যবস্থাকেই দায়ি করা হয়েছে।
তবে এর পিছনে রাজনৈতিক দলগুলোর চক্রান্ত রয়েছে বলেও ইঙ্গিত করা হয়েছে। এছাড়া ভোটার তালিকার অতিরিক্ত খরচও কাজটি সঠিকভাবে না হওয়ার একটি কারণ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে একজন ভোটারের তালিকাভুক্ত ও নিবন্ধন করতে খরচ হয় ৪ দশমিক ১১ ডলার। কানাডায় এই খরচ ৩৫ সেন্টেরও কম। অথচ কানাডার ৯৩ শতাংশ নাগরিক ভোটার তালিকায় সঠিকভাবে তালিকাভুক্ত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২