ঢাকা: বাংলাদেশের হ্যাকার গ্রুপ ব্ল্যাক হ্যাক হ্যাকারসের অফিসিয়াল ফেসবুক পেজে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, মিডিয়া এবং বিভিন্ন পেজে বেশ কিছু ফেক নিউজ দেওয়া হচ্ছে।
তাদের ভাষায়, ‘আমাদের এই BD vs IN (বাংলাদেশ বনাম ভারত) ওয়ারে নাকি পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালায়েশিয়া, সিরিয়া, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ নাকি আমাদের বিডি এর সাথে জয়েন আছে। আরও একটা নিউজ অ্যানোনিমাস (আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ) নাকি আমাদের সাথে। না, অ্যানোনিমাস আমাদের সাথে না। ...অ্যানোনিমাসের কিছু মেম্বার আমাদের নৈতিক সমর্থন দিয়েছে। না.. আমাদের সাথে কেউ নেই, আমরা শুধু বাংলাদেশের ৩টি গ্রুপ একসঙ্গে লড়াই করছি।
বাংলাদেশের প্রধান তিনটি হ্যাকার গ্রুপগুলো হলো- বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি এবং থ্রিএক্সপিওয়ানআরথ্রি (3xp1r3)।
তারা অভিযোগ করে বলেছেন, আরও বেশ কিছু নিউজ আছে যে, ভারতের সাথে নাকি ইসরায়েল এবং রাশিয়া আছে। এটাও ভুল নিউজ।
গ্রুপ তিনটি সবাইকে পরামর্শ দিয়েছে। বলেছে, এইসব কথায় কেউক কান দেবেন না। আমরা একাই লড়াই করছি।
এদিকে, বুধবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট হ্যাক করে অনেকগুলো মেইল অ্যাড্রেসসহ বিস্তারিত কিছু তথ্য উন্মুক্ত করে দিয়েছে হ্যাকাররা। ব্ল্যাক হ্যাট হ্যাকারের ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়েছে।
এছাড়াও গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত সরকারি এবং বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার খবর দিয়েছে হ্যাকার গ্রুপগুলো।
ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট http://www.hcidhaka.org/ থেকে উন্মুক্ত হওয়া তথ্য পাওয়া যাচ্ছে http://pastebin.com/G7gZ2c9H এই সাইটে।
হ্যাক করা অন্য ওয়েবসাইটগুলো হলো:
http://apdes.ap.gov.in/BCA.html
http://www.valentinesgiftsindia.com/
সাইবার আর্মির হ্যাক করা ভারতীয় সাইটগুলো :
http://agrawalbuilders.com/
http://racfactory.com/index.html
http://percymoraies.com/
http://vipgroupindia.com/
http://rigidpvcpipes.com/
http://researchproject.in/
http://mpengineering.in/
http://hdpepipebhopal.com/index.html
http://sistec.in/
http://vipgroupbhopal.com/
এদিকে ভারতের প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট http://nichetech.co.in/ হ্যাক করেছে নুতন হ্যাকার Orions Hunter।
ভারতের ডোমেইন হোস্টিং সাইটও (http://indiaonlineaddress.in/) অরিওন হান্টার হ্যাক করেছে বলে জানিয়েছে ব্ল্যাক হ্যাক হ্যাকার্সরা।
হ্যাক করা অন্য সাইটগুলোর মধ্যে আরো রয়েছে-
http://card.baoanren.com/
http://www.sialn.com/index.html
ভারতের হাইকোর্টের ওয়েবসাইট http://www.highcourtchd.gov.in (সাইবার আর্মি)
http://www.vitcolab.in/admin.php সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে অ্যাডমিন নাম এবং পাসওয়ার্ড উন্মুক্ত করে দিয়েছে।
ভারতের টেলিকম বিভাগের ওয়েবসাইটও http://www.koganpage.co.in/bbh_m.html হ্যাকড হয়েছে।
ভারতের স্টকমার্কেট এবং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও হানা দেওয়ার কথা জানিয়েছে হ্যাকাররা। এর মধ্যে Dseindia, Nseindia, Paisacontrol সহ ভারতের অনেকগুলোর স্টকএক্সচেঞ্জ ডাউন করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সাইবরা আর্মি।
মিষ্টান্ন দোকানের হ্যাক হওয়া ওয়েবসাইট-
www.grandsweetsandsnacks.in/
www.grandsweetssnacks.com/
গত মঙ্গলবার ভারতের টেলিফোন সার্ভিস টু প্রাইভেট অ্যান্ড বিজনেস কাস্টোমার BSNL (Bharat Sanchar Nigam Ltd) www.bsnl.co.in/ ব্ল্যাক হ্যাট।
বুধবার ভারতের ইন্টারনেটে গানশোনা ও ডাউনলোড করার ওয়েবসাইট www.bollywoodmusic.com হ্যাক করেছে হ্যাকাররা।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার আমন্ত্রণ জানিয়েছিল ব্ল্যাক হ্যাট হ্যাকার গ্রুপ। পরে সাইটটিতে হ্যাকারদের দাবি প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে একটি লিংক পাঠানো হয়েছে বলে জানিয়েছে হ্যাকারগ্রুপগুলোর ফেসবুক পেজ।
জানানো হয়েছে মমতা তার অফিসিয়াল ওয়েবসাইটে ইংরেজিতে একটি স্বীকারুক্তি দিয়েছেন এভাবে-
‘বাংলাদেশি জনগণের দাবি অনুযায়ী আমি তিস্তার ৫০ শতাংশ পানি দেওয়ার ঘোষণা দিচ্ছি। আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী টিপাইমুখ বাধ হবে না। যতো শিগগির সম্ভব সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নেব। আমার অতীত অবস্থানের কারণে বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি।
- মমতা
এদিকে বাংলাদেশ ভারতের মধ্যে এই তথাকথিত সাইবার যুদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। অবশ্য দুই দেশের বিবদমান ইস্যু নিয়ে উভয়পক্ষের ওয়েবসাইট বারবার হ্যাকিংয়ের শিকার হচ্ছে এ কথা ভারত বা বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার করেনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ডেক্কান ক্রনিকল, আইএএনএস, চীনের সিনহুয়াত এবং বিবিসি বাংলা ও রেডিওতে ভারতীয় ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের কবলে পড়ার খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২