ঢাকা: ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য চতুর্থ প্রজন্মের সেন্ট্রিফিউজ এবং নিজস্ব প্রযুক্তিতে পরমাণু কেন্দ্রের জ্বালানি উৎপাদানের প্লেট তৈরি করেছে বলে জানিয়েছে ইরান।
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।
বুধবারের ঘোষণায় বলা হয়, কার্বন তন্তু নির্মিত চতুর্থ প্রজন্মের সেন্ট্রিফিউজ তৈরি করেছে ইরান। এই সেন্ট্রিফিউজ আরো দ্রুততার সঙ্গে কম পরিমাণ উপজাত উৎপাদন ছাড়াই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। আর এর জন্য জায়গাও লাগবে অনেক কম।
তেহরানের একটি গবেষণা রিঅ্যাক্টরে পরমাণু জ্বালানির উৎপাদনের জন্য নিজস্ব প্রযুক্তিতে জ্বালানি প্লেটের ২০ শতাংশ তৈরি করতে পেরেছে বলে জানানো হয়েছে। ১৯৯০’এর দশক থেকে পরমাণু জ্বালানির জন্য মূলত আর্জেন্টিনার ওপর নির্ভর করতে হচ্ছে ইরানকে। এখন তারা এই অগ্রগতির জন্য সেই নির্ভরতা অনেকটা কমিয়ে আনতে পারবে।
টিভিতে ঘোষণায় আরো জানানো হয়, ইরান তার নাতাজ পরমাণু কেন্দ্রে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে। অবশ্য সমৃদ্ধকরণ এখনো চলছে।
টেলিভিশনের এই ঘোষণা আজই প্রেসিডেন্ট আহমেদিনেজাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবেন বলে জানা গেছে।
আর সে ঘোষণা এলে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা আরো চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২