ঢাকা: ইউরোপীয় ইউনিয়নভূক্ত ছয়টি দেশে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি পরমাণূ কর্মসূচি অব্যাহত রাখার প্রতিবাদে দেশটির বিরুদ্ধে ইইউ’র অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিলো ইরান।
বুধবার ইরানের প্রেস টেলিভিশন এই খবর জানিয়েছে।
যেসব দেশে ইরান তেল রপ্তানি বন্ধ করবে সেগুলো হলো- ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস,পর্তুগাল এবং নেদারল্যান্ডস।
এই ঘোষণার আগে বুধবার সকালের দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত ওই ছয়টি দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ইরানের বিরুদ্ধে তাদের অবরোধ আরোপের প্রেক্ষিতে তাদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে প্রত্যেক দেশের রাষ্ট্রদূতকে আলাদাভাবে ডেকে পাঠানো হয়েছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ইইউ ইরানের তেল রপ্তানি এবং কেন্দ্রিয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এর আগেই করা বিভিন্ন কোম্পানির চুক্তিগুলো জুলাই পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এই ঘোষণা আসার পর পরই পরমাণু কর্মসূচির নতুন অগ্রগতি সম্পর্কে একটি ঘোষণা প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে। জানানো হয়েছে, চতুর্থ প্রজন্মের সেন্ট্রভিউজ এবং নিজস্ব প্রযুক্তিতে জ্বালানি উৎপদনের প্লেট তৈরিতে সক্ষম হয়েছে ইরান।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২