ইসলামাবাদ: মনুষ্যবিহীন ড্রোন থেকে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে পাকিস্তানে। দেশটির সংঘাত কবলিত উত্তর পশ্চিমাঞ্চলীয় উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ’র নিকটবর্তী আফগান সীমান্তসংলগ্ন পালগা গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানায় পাকিস্তানি কর্তৃপক্ষ।
হামলায় কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে পাঁচ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয় ।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তান তালিবান যোদ্ধাদের বিচরণ ভূমি হিসেবে কথিত ।
গত সপ্তাহেও একই স্থানে অনুরুপ এক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়। নিহতদের মধ্যে কয়েকজন পাকিস্তানি তালেবান যোদ্ধা ছিলেন বলে জানান স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা।
পাকিস্তানে পরিচালিত ড্রোন কার্যক্রম স্বমন্ধে যুক্তরাষ্ট্র সাধারণত প্রকাশ্যে কোন মন্তব্য করেনা। এ ধরণের হামলায় গত কয়েক বছরে দেশটিতে শত শত লোক নিহত হয় । যদিও নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় বলে পাকিস্তানের অভিযোগের পরও সেখানে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানে আফগান সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন জঙ্গী অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনাকে সমর্থন করেন।
এদিকে ইসলামাবাদে বৃহস্পতিবার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের জন্য আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের নেতারা একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন বলে জানায় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২