ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে খনি দুর্ঘটনায় ১৫ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ফেব্রুয়ারি ১৬, ২০১২
চীনে খনি দুর্ঘটনায় ১৫ শ্রমিকের প্রাণহানি

ঢাকা: চীনের হুনান প্রদেশে বৃহস্পতিবার একটি কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।



সিনহুয়া জানায়, এদিন সকালে লেইয়াং শহরের কাছে একটি কয়লা খনিতে শ্রমিকদের খনিতে প্রবেশ করানোর সময় ব্যবহৃত ট্রামকারটি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় কমপক্ষে তিন জন শ্রমিক।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে।

অবশ্য চীনের কয়লা খনিতে দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দুর্বল অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার কারণে প্রতি বছর বহু শ্রমিকের প্রাণহানি ঘটে। দ্রুত বেশি মুনাফার লোভে নিরাপত্তা অবকাঠামোতে খরচ করতে মালিকদের অনীহা রয়েছে বলে অভিযোগ করা হয়।

চীনে ২০১০ সালে কয়লা খনিতে দুর্ঘটনায় ২ হাজার ৪৩৩  জন শ্রমিকের প্রাণহানি খবর জানা যায়। সরকারি হিসাবেই সেখানে এ ধরনের দুর্ঘটনায় গড়পড়তা দিনে ছয় জন শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।