ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাক-আফগান-ইরান আঞ্চলিক বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ফেব্রুয়ারি ১৬, ২০১২
পাক-আফগান-ইরান আঞ্চলিক বৈঠক শুক্রবার

ঢাকা: আফগানিস্তান এবং ইরানের নেতারা বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসছেন। তিন দেশের এ আঞ্চলিক বৈঠকটি মূলত তালেবানের সঙ্গে শান্তি আলোচনা এবং তেহরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষিতে গুরুত্ব পাচ্ছে।



পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ইসলামাবাদ পৌঁছেছেন। পাকিস্তানের সরকারি এবং বিরোধী নেতাদের সঙ্গে তার ধারাবাহিক বৈঠক হবে বলে জানানো হয়েছে।

গত নয় মাসের মধ্যে কারজাইয়ের এটি দ্বিতীয় পাকিস্তান সফর।

পাক কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনে বলেছে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ আজই বিকেলে এসে পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে আগামী শুক্রবার।

কারজাইয়ের কার্যালয় থেকে জানা গেছে, আফগান প্রেসিডেন্ট এই সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের সম্পর্ক আরো বিস্তৃত করা এবং অর্থনৈতিক বন্ধন ও সহযোগিতার আরো বাড়ানোর বিষয়টি সবচে গুরুত্ব পাবে তাদের আলোচনায়।

বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছার পরেই কারজাই গিলানি, পাক সেনা প্রধান জেনারেল আসফাক কায়ানি এবং সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন বলে কর্মকর্তারা জানিয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের অঙ্গীকার অব্যাহত থাকলেও তালেবানের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কের কারণে এই অঙ্গীকার আফগানিস্তানের আস্থা অর্জন করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।