ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কারাগারে বন্দুকধারীদের হামলা, ২০০ বন্দির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, ফেব্রুয়ারি ১৬, ২০১২
নাইজেরিয়ায় কারাগারে বন্দুকধারীদের হামলা, ২০০ বন্দির পলায়ন

আবুজা: নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় দুশ’ বন্দিকে মুক্ত করে দিযেছে। বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের এক নারী মূখপাত্র সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।



হাদিজা আমিনু নামের ওই মুখপাত্র বলেন, দেশের মধ্যাঞ্চলীয় কোগি প্রদেশে কোতোন-কারিফ শহরের ওই কারাগারটিতে গত বুধবার সন্ধ্যায় একদল বন্দুকধারী হামলা চালায়।

হামলার পেছনে কারা আছে তা এখনও জানা যায়নি। তবে নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী বোকো হারাম গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে মুখপাত্র বলেন, এই ঘটনার পেছনে বোকো হারামের হাত থাকতে পারে বলে তারা মনে করেন না।

এর আগে ২০১০ সালে নাইজেরিয়ার বাওচি প্রদেশে একটি কারাগার ভেঙে বন্দি সহযোদ্ধাদের মুক্ত করে নিয়ে যায় বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।