আবুজা: নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় দুশ’ বন্দিকে মুক্ত করে দিযেছে। বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের এক নারী মূখপাত্র সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
হাদিজা আমিনু নামের ওই মুখপাত্র বলেন, দেশের মধ্যাঞ্চলীয় কোগি প্রদেশে কোতোন-কারিফ শহরের ওই কারাগারটিতে গত বুধবার সন্ধ্যায় একদল বন্দুকধারী হামলা চালায়।
হামলার পেছনে কারা আছে তা এখনও জানা যায়নি। তবে নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী বোকো হারাম গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে মুখপাত্র বলেন, এই ঘটনার পেছনে বোকো হারামের হাত থাকতে পারে বলে তারা মনে করেন না।
এর আগে ২০১০ সালে নাইজেরিয়ার বাওচি প্রদেশে একটি কারাগার ভেঙে বন্দি সহযোদ্ধাদের মুক্ত করে নিয়ে যায় বোকো হারাম।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২