ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে পারিবারিক বিবাদে আল কায়েদা নেতা খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ফেব্রুয়ারি ১৬, ২০১২
ইয়েমেনে পারিবারিক বিবাদে আল কায়েদা নেতা খুন

সানা: ইয়েমেনে পারিবারিক বিরোধের জেরে সুংঘঠিত লড়াইয়ে একজন শীর্ষ আল কায়েদা নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও উপজাতীয় বয়োজ্যেষ্ঠরা জানিয়েছেন, আল কায়েদা নেতা তারিক আল দাহাব পারিবারিক বিবাদের জেরে পরিবারের সদস্যদের হাতেই খুন হয়েছেন।

এই হত্যাকণ্ডের পর তারিকের অনুসারীদের সঙ্গে হত্যাকারীদের সংঘর্ষে আরও ১৬ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারিক আল দাহাব ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আল মাসামেহ গ্রামে নিজ বাড়িতে তার সৎভাই হিজাম ও পরিবারের অন্য সদস্যদের হাতে বৃহস্পতিবার সকালের দিকে খুন হন। পরে হত্যাকারীরা পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়।

এদিকে নিহত আল কায়েদা নেতার সর্মথকেরা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাদের পশ্চাদধাবন করে। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে আরো ১৬ জন নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আল কায়েদা নেতা আল দাহাব মার্কিন বংশোদ্ভুত অপর আল কায়েদা নেতা আনওয়ার আল আওলাকির স্ত্রীর ভাই। আনোয়ার আল আওলাকি কয়েক মাস আগে ইয়েমেনে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।