ঢাকা: থানার পুলিশ কর্মকর্তারা সবাই ভয়াবহ ব্যস্ত। আদালতের বাইরে থিকথিক করছে সাংবাদিক।
এটা আসলে সত্যি কোনো ঘটনা নয়। পুতিনের গ্রেপ্তার নিয়ে সাজানো একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে এই সাজানো ভিডিওটি। মাত্র তিন দিনের মধ্যে ভিডিওটি দেখেছে বিশ্বজুড়ে ৩০ লাখ মানুষ।
ভিডিওটি মূলত ২০১০ সালে রাশিয়ার সাবেক তেল কুবের মিখাইল খোদরকোভস্কির বিরুদ্ধে আদালতে বিচার প্রক্রিয়ার কিছু ভিডিও ফুটেজ এডিট করে তৈরি করা। ভিডিওতে ওই ব্যবাসীর জায়গায় শুধু পুতিনের ছবি বসিয়ে দেওয়া হয়েছে।
খোদরকোভস্কিকে আটক করা হয় ২০০৩ সালে। এর পর তার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয়। এই বিলিয়নেয়ার ব্যবসায়ীকে পুতিনের সবচে বড় প্রদিদ্বন্দ্বী বলে মনে করা হয়।
ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন টানা ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত। তবে আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় সম্প্রতি বিরোধীদের রোষে পড়েছেন পুতিন।
আদালতে একটি লোহার খাঁচার মধ্যে বন্দি পুতিনের প্রতীকী বিচার চলার সময়কার চিত্র নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটিতে ভ্লাদিমিরি পুতিনকে গ্রেপ্তার করার আহ্বান জানানো হয়। এ সময় একটি নারী কণ্ঠে পরিবেশিত প্রতিবেদন বলা হয়, পুতিনের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে।
রাশিয়ার বিরোধীরা ‘পুতিন বিহীন রাশিয়ার’ প্রচারণার অংশ হিসেবে আগে অবশ্য অনেক ভিডিও ফুটেজ ইউটিউবে ছেড়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২