ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতকে টপকে স্বর্ণের বৃহত্তম বাজার চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, ফেব্রুয়ারি ১৬, ২০১২
ভারতকে টপকে স্বর্ণের বৃহত্তম বাজার চীন

ঢাকা: স্বর্ণের চাহিদার দিক থেকে খুব শিগগির ভারতকে ছাড়িয়ে যাবে চীন। ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় ২০১১ সালের দ্বিতীয় ভাগে ভারতে স্বর্ণের গহনার চাহিদা কমে যায়।

অপরদিকে আয় বেড়ে যাওয়ায় চীনে স্বর্ণের চাহিদা বাড়ে হু হু করে। এ কারণে চীন পরিণত হয় বিশ্বে দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজারে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে চীনে স্বর্ণ বিক্রি বেড়েছে ২০ শতাংশ। যা এক বছর আগে ছিল ৭৭০ মেট্রিক টন। একই সময় ভারত কিনেছে ৯৩৩ মেট্রিক টন। এখন চীনের ওপরে অবস্থান করছে একমাত্র ভারত।

এদিকে, বিশ্বব্যাপী স্বর্ণ বিক্রি বেড়েছে ০.৪ শতাংশ। পরিমাণে ৪০ হাজার ৬শ’ ৭১ মেট্রিক টন। অর্থের দিক থেকে দাঁড়ায় ২০ হাজার ৫শ’ ৫০ কোটি ডলার।

এই ধারা অব্যাহত থাকলে ২০১২ সালে প্রথমবারের মতো চীন বিশ্বে স্বর্ণের বৃহত্তম বাজারে পরিণত হবে বলে মনে করছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। ফলে দেশটিতে স্বর্ণসহ অন্যান্য বিলাসদ্রব্যের চাহিদা দিন দিন বাড়ছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে প্রত্যেক প্রান্তিকে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় বছরের দ্বিতীয় ভাগে এসে চীন বিশ্বের বৃহৎত্তম স্বর্ণের বাজারে পরিণত হয়।

এছাড়া, ইউরোপসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বিগত বছরগুলোতে বিনিয়োগের জন্য ভালো কোনো ক্ষেত্র না থাকায় স্বর্ণবার, মুদ্রা এবং স্বর্ণ নির্মিত অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়।

অন্যদিকে ২০১১ সালের দ্বিতীয় ভাগে ডলারের বিপরীতে রুপির দাম পড়ে যাওয়ায় ভারতে স্বর্ণের চাহিদা কমে যায়।

এছাড়া গত বছরে ভারতে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতাও কমে যায়। ফলে তারা অল্প পরিমাণে সোনা কিনেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।