ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২০১২’তে ব্যবসায় ঝুঁকির আশঙ্কা করছে নেসলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ফেব্রুয়ারি ১৬, ২০১২
২০১২’তে ব্যবসায় ঝুঁকির আশঙ্কা করছে নেসলে

ঢাকা: বিশ্ব্যবাপী জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে ২০১১ সালে মুনাফা করেছে ৯৫০ কোটি সুইস ফ্রাঁ। যা ২০১০ সালের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি।

তা সত্ত্বেও চলতি বছরে ব্যবসায় ঝুঁকির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পল বুলকি বলেছেন, ‘২০১১ সালটি ছিল আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বছর। তবে ২০১২ সালও ততোটা সহজভাবে যাবে বলে মনে করছেন না তারা।
সারা বিশ্বে নেসলের অনেক নামকরা ব্র্যান্ড রয়েছে। গত বছর নেসক্যাফে, র্স্মাটিস এবং মিল্কিবারে বেচাবিক্রি গড়ে ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। উন্নত বাজার যেমন; ইউরোপে বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।

তবে গত কয়েক বছরে ক্রমান্বয়ে বাজার পড়ে গেছে। ২০১০ সালে বিক্রয়ের পরিমাণ যেখানে ছিল ১১ হাজার কোটি সুইস ফ্রাঁ, ২০১১তে এসে নেমে গেছে ৮ হাজার ৩৬০ কোটি ফ্রাঁ।

কারণ হিসেবে বলা হচ্ছে, ২০১১ সালে সুইস ফ্রাঁর মূল্য বৃদ্ধির কারণে বিশ্ব্যব্যাপী নেসলের পণ্যের রপ্তানি কমে যায়। কোম্পানির হিসাবে রপ্তানি কমেছে ১৩ দশমিক ৪ শতাংশ।

প্রসঙ্গত, গত মাসে নেসলে থেকে বলা হয়েছে, ৪০ বছর পর নেসলে তাদের ব্রিটিনের প্রধান কার্যালয় যা দক্ষিন লন্ডনে অবস্থিত তা সরিয়ে পশ্চিম সাসেক্সে নিয়েছে। নেসলের ৮৪০টি অফিসের কর্মকর্তারা এই বছরের শেষ নাগাদ ক্রয়ডন থেকে গাটউইকে চলে যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬ ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।