ঢাকা: যুক্তরাষ্ট্র কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল ভবনের কাছ থেকে সন্দেহভাজন এক মুসলিমকে আটক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাস বিরোধী তদন্তের অংশ হিসেবে ক্যাপিটল ভবনের কাছ থেকে আমিন আল খালিফি (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কর্মকর্তারা মার্কিন সাংবাদিকদের বলেছেন, আটক ব্যক্তি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের কাছাকাটি ভবনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল।
মার্কিন ক্যাপিটল পুলিশ এবং এফবিআই গত কয়েক সপ্তাহ যাবত খুব কাছ থেকে সাবধানতার সঙ্গে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে সাধারণ মানুষের কোনো বিপদের সম্ভাবনা নেই।
এফবিআই দাবি করছে, খালিফির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগ রয়েছে।
কিন্তু আল কায়েদা এফবিআইয়ের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, তাদের সঙ্গে খলিফির সম্পর্ক রয়েছে বলে তারা বিশ্বাস করে না।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২