ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চেষ্টার সন্দেহে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, ফেব্রুয়ারি ১৮, ২০১২
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চেষ্টার সন্দেহে একজন আটক

ঢাকা: যুক্তরাষ্ট্র কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল ভবনের কাছ থেকে সন্দেহভাজন এক মুসলিমকে আটক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাস বিরোধী তদন্তের অংশ হিসেবে ক্যাপিটল ভবনের কাছ থেকে আমিন আল খালিফি (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

খলিফি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আালেকজান্দ্রিয়ার বাসিন্দা। তাকে এখন এফবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা মার্কিন সাংবাদিকদের বলেছেন, আটক ব্যক্তি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের কাছাকাটি ভবনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল।

মার্কিন ক্যাপিটল পুলিশ এবং এফবিআই গত কয়েক সপ্তাহ যাবত খুব কাছ থেকে সাবধানতার সঙ্গে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে সাধারণ মানুষের কোনো বিপদের সম্ভাবনা নেই।

এফবিআই দাবি করছে, খালিফির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগ রয়েছে।

কিন্তু আল কায়েদা এফবিআইয়ের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, তাদের সঙ্গে খলিফির সম্পর্ক রয়েছে বলে তারা বিশ্বাস করে না।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।