ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রশান্তির চায়ে বিষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, ফেব্রুয়ারি ১৮, ২০১২
প্রশান্তির চায়ে বিষ

ঢাকা: ঘুম থেকে উঠে এক কাপ গরম ধোয়া ওঠা চা মুহূর্তে শরীর চাঙ্গা করে দেয়। কিন্তু ভারতের রাজস্থানে বাস করা এক আদিবাসী পরিবারের জন্য এই প্রশান্তির চা সেদিন কাল হলো।



সকালে চা পান করে একই পরিবারের পাঁচ সদস্য মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পরিবারের বাকি পাঁচ সদস্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। পুলিশের ধারণা, ওই চায়ে বিষক্রিয়ার কারণে এই প্রাণহানি ঘটেছে। তবে এই বিষক্রিয়া কীভাবে ঘটল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারান জেলার কোয়ালা গ্রামে। গ্রামটি প্রদেশের রাজধানী জয়পুর থেকে ৩০০ কিলোমিটার দূরে।

মৃতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। অপর পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।