ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অলিম্পিয়া জাদুঘরে ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, ফেব্রুয়ারি ১৮, ২০১২
অলিম্পিয়া জাদুঘরে ডাকাতি

ঢাকা: গ্রিসের অলিম্পিয়া জাদুঘরে হানা দিয়ে বহু সংখ্যক অমূল্য শিল্পকর্ম ডাকাতি হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মুখোশ পরা সশস্ত্র দুই ব্যক্তি রক্ষীদের জিম্মি করে প্রদর্শনী কক্ষে প্রবেশ করে এবং ৬০টিরও বেশি শিল্পকর্ম নিয়ে যায়।



শহরের মেয়র বলেছেন, শিল্পকর্মগুলোর বেশিরভাগই ব্রোঞ্জের এবং মাটির তৈরি মূর্তি। এগুলোর মূল্য নির্ধারণযোগ্য নয়।

এই ঘটনায় সংস্কৃতিমন্ত্রী পাভলোস গেরোলানোস পদত্যাগ পত্র দিয়েছিলেন কিন্তু সরকার তা গ্রহণ করেনি। তিনি জাদুঘরটি পরিদর্শন করেছেন। এই জাদুঘরটি পশ্চিম গ্রিসের জঙ্গলাকীর্ণ একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।

মিউজাম অব দি অলিম্পিক গেমস ইন অ্যান্টিকিটি নামের ওই জাদুঘরে ডাকাতরা প্রবেশ করে গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। জাদুঘরের একজন নারী কর্মকর্তাকে বিভিন্ন শিল্পকর্ম তাদের হাতে তুলে দিতে বলে। কিন্তু ওই নারী কর্মকর্তা অস্বীকৃতি জানালে তার হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয় ডাকাতরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ডাকাতরা প্রদর্শনী কক্ষ তছনছ করে অনেক কিছু নষ্ট করে গেছে।

এই শহরে দুটি জাদুঘর রয়েছে। এখানে অলিম্পিয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে গ্রিসের প্রাচীন অলিম্পিয়ার অনেক মূল্যবান সম্পদ রয়েছে। এর তুলনায় ছোট জাদুঘর অলিম্পিকস মিউজিয়ামে রয়েছে প্রাচীন অলিম্পিক ক্রীড়াপ্রতিযোগিতার জন্য উৎসর্গ করা অনেক শিল্পকর্ম। আর এই জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।

অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার জন্মস্থান অলিম্পিয়া শহরে সারা বিশ্ব থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে।

গ্রিসের জাদুঘর থেকে দামী শিল্পকর্ম চুরির ঘটনা অবশ্য এই প্রথম নয়। গত জানুয়ারিতে এথেন্স ন্যাশনাল গ্যালারিতে রক্ষিত বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর আঁকা একটি শিল্পকর্ম চুরি যায়। এই শিল্পকর্মটি পিকাসো নিজেই দিয়েছিলেন।

একই সঙ্গে ইতালীয় শিল্পী গুগলিয়েলমো কাসিয়োর একটি চিত্রকর্ম এবং স্কেচও চুরি যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।