ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গোয়াতে ১৫ শিশু নিয়ে স্কুলবাস নদীতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, ফেব্রুয়ারি ১৮, ২০১২
গোয়াতে ১৫ শিশু নিয়ে স্কুলবাস নদীতে

ঢাকা: ভারতের গোয়ায় আলদোনা গ্রামের কাছে একটি স্কুলবাস রাস্তা থেকে গড়িয়ে কালভি নদীতে ডুবে গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে দুটি শিশু।



পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ঘটনাস্থলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায়। বাসে মোট ১৫টি শিশু বলে জানা গেছে।

সবাই মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার ব্রিগেড ও পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক এবং হেলপার লাফিয়ে নেমে পড়ে। তারা দু’জনেই নিরাপদে আছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।