ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে বস্তিতে অগ্নিকাণ্ড: ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, ফেব্রুয়ারি ১৮, ২০১২
অন্ধ্রপ্রদেশে বস্তিতে অগ্নিকাণ্ড: ৭ জনের প্রাণহানি

হায়দ্রাবাদ: ভারতের অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদের কাছে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ঘটেছে। শনিবারের এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।



জানা গেছে, বস্তিটি হায়দ্রাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরে। অন্ধ্র প্রদেশের রঙ্গ রেড্ডি জেলার
মেডচেলে অভিবাসী শ্রমিক কলোনি হিসেবে খ্যাত এই বস্তিতে আগুনে ১০০টি ঘর পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে।

মৃতদের মধ্যে চারটি শিশু এবং দুইজন নারী রয়েছে বলে জানা গেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার রুপি করে সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।