ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, ফেব্রুয়ারি ১৯, ২০১২
সিরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর হামলা

ঢাকা: সিরিয়ায় গত শনিবার একটি শেষকৃত্য অনুষ্ঠানের র‌্যালিতে নিরাপত্তা বাহিনীর হামলায় অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার কর্মী এবং সরকার বিরোধীরা।

মানবাধিকার কর্মীরা জানিয়েছে, রাজধানী দামেস্কের মাজেহ এলাকায় তিন তরুণের শেষকৃত্য অনুষ্ঠানের র‌্যালিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এই তিন তরুণ আগের দিন শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, শনিবারের র‌্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেয়। গত কয়েক মাসে রাজধানী এবং এর আশপাশে এতো বড় জনসমাবেশ হয়নি।

বিরোধীদের সংগঠন লোকাল কো-অরডিনেশন কমিটি (এলসিসি) বলেছে, হামলায় দুই জন নিহত হয়েছে। অবশ্য তাদের দাবি কোনো নিরপেক্ষ সূত্রে নিশ্চিত করা যায়নি।

মানবাধিকার্মীরা জানাচ্ছে, একই দিন অন্য শহরে ১২ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠান থেকে ৬০ জনকে আটক করা হয়েছে।

এদিকে বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত হোমস শহরে গত দুই সপ্তাহ ধরে গোলাগুলি চলছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, ইনশাত, বাব আমন এবং বাব দ্রেইবে রকেট হামলা চলছে।

গত শনিবারের র‌্যালিটি এমন সময় শুরু হয় যখন প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুই শক্ত সমর্থক চীন ও রাশিয়ার প্রতিনিধিরা সিরিয়া সফরে দামেস্ক পৌঁছেন। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবি নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই দুই স্থায়ী সদস্যের ভেটোর কারণে নাকচ হয়ে যাওয়ার পর দুই দেশের কূটনীতিকের প্রথম সিরিয়া সফর এটি।

এদিন সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন সিরিয়ার সব দলকে সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানান।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে সিরিয়াতে গত ১১ মাস ধরে চলা বিক্ষোভ সহিংসতায় সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের হিসাবে বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।