ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চেলসির সাংবাদিকতা আরো ৯০ দিন বাড়ছে

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, ফেব্রুয়ারি ১৯, ২০১২

নিউইয়র্ক : সাবেক ফার্স্ট ডটার চেলসি ক্লিন্টনকে আরো ৯০ দিনের জন্যে এনবিসি নিউজ চ্যানেলের বিশেষ সংবাদদাতা পদে বহাল রাখা হচ্ছে।

উল্লেখ্য, বছরখানেক আগে চেলসি ক্লিন্টনকে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এনবিসি নিউজের সংবাদ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মেকিং এ ডিফারেন্স’র বিশেষ সংবাদদাতা হিসেবে নিয়োগ করা হয়।



সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একমাত্র কন্যা হিসেবে চেলসির ইমেজকে কাজে লাগাতে চেয়েছিল এনবিসি। কিন্তু বাস্তবে তার রিপোর্টিং তেমন সাড়া জাগাতে সক্ষম হয়নি। সমালোচনাও হয়েছে প্রচুর।

এ সত্ত্বেও এনবিসি নিউজ কর্তৃপক্ষ চেলসিকে আরো ৯০ দিনের জন্যে ঐ একই অনুষ্ঠানে রাখতে চায় বলে ১৮ ফেব্রুয়ারি খবরে প্রকাশ। আমেরিকান মিডিয়াগুলো মন্তব্য করেছে, চেলসির পারফর্মেন্সের চেয়ে তার ব্যক্তি ইমেজকে এনবিসি নিউজ ব্যবহার করতে চাইছে।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের কন্যা চেলসি ক্লিন্টনের মতো সাদাসিদে স্বভাবের ফার্স্ট ডটার খুব কমই দেখেছেন আমেরিকানরা। পিতা বিল ক্লিন্টনের মতো চেলসিও আন্তর্জাতিকভাবে নিজের বিশেষ পরিচিতি প্রদর্শনে সক্ষম হয়েছেন।

বিশ্বের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিল ক্লিন্টনের বিভিন্ন উদ্যোগে চেলসি ছায়ার মতো কাজ করছেন।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।