নিউইয়র্ক : আমেরিকায় কুমারী মায়ের সংখ্যা বেড়েই চলেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অনাকাঙ্ক্ষিত নবজাতক নিয়ে কারো কোনো মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না।
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা ‘চাইল্ড ট্রেন্ড’র সর্বশেষ পর্যবেক্ষণ জরিপে উদঘাটিত হয়েছে, গত ৫ দশকে অনূর্ধ্ব ৩০ বছর বয়েসী কুমারী মায়ের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে।
গরিব পরিবার এবং স্কুল-কলেজ থেকে ড্রপআউট হওয়া অবিবাহিত নারীর মধ্যেই সন্তান ধারণের ঘটনা বেশি।
তথ্য অনুযায়ী, ২০০৯ সালে কুমারী মায়ের সংখ্যা ৪১ শতাংশ। এসব শিশুর ৭৩ ভাগ জন্মেছে কৃষ্ণাঙ্গ কুমারী মায়ের গর্ভে। ল্যাটিনো ৫৩% এবং শ্বেতাঙ্গ কুমারী মাতার সংখ্যা হচ্ছে ২৯ শতাংশ।
সরকারি তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত ওই গবেষণায় আরো জানা গেছে, যারা কলেজে নিয়মিতভাবে পড়াশোনা করছেন এবং গ্র্যাজুয়েশন করেছেন- এমন নারীর মধ্যে বিবাহ বহির্ভূত সন্তান ধারণ সংখ্যা নগণ্য।
এক সময় আমেরিকায় এ শিশুকে অবৈধ শিশু হিসেবে অভিহিত করা হলেও এখন আর সে ধরনের শব্দ কেউই উচ্চারণ করে না।
অর্থাৎ বিষয়টি এখন স্বাভাবিক হয়ে পড়েছে। এমনকি এখন কেবলমাত্র গরিব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই তা সীমিত নেই। তার বিস্তৃতি ঘটেছে মধ্যমশ্রেণীর আমেরিকানদের মধ্যেও।
বাংলাদেশ সময় : ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২