ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ‘আইন অমান্য দিবস’র ডাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, ফেব্রুয়ারি ১৯, ২০১২
সিরিয়ায় ‘আইন অমান্য দিবস’র ডাক

ঢাকা: সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীরা রোববার আইন অমান্য দিবসের ডাক দিয়েছে। গত শনিবার একটি শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর গুলি এবং কমপক্ষে একজন নিহত হওয়ার পর এই বিক্ষোভের ডাক দিল সরকার বিরোধীরা।



গত শুক্রবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন তরুণের শেষকৃত্য অনুষ্ঠানে শনিবার ১৫ হাজার লোক জমায়েত হয়। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী র‌্যালিতে পরিণত হলে জমায়েতকে ছত্রভঙ্গ করে দিতে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে সরকারি নিরাপত্তা বাহিনী।

রাজধানী দামেস্কের মাজেহ জেলায় আয়োজিত ওই সমাবেশকে গত কয়েক মাসের মধ্যে সবচে বড় জমায়েত বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। এছাড়াও গত মার্চে আসাদ বিরোধী বিক্ষোভ শুরুর পর রাজধানীতে এতো বড় গণজমায়েত আর হয়নি।

রাজধানী দামেস্কে জোরালো বিক্ষোভ শুরু হয় মূলত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন সিরিয়া সফরে এসে আসাদের সঙ্গে বৈঠক করার সময়।

চীনের পররাষ্ট্র দপ্তরে ঝাইকে উদ্ধৃত করে শনিবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, সিরিয়াতে সহিংসতা বন্ধে বেইজিং আরব লিগের প্রস্তাব সমর্থন করে।  

আরব লিগের প্রায় অনুরূপ একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোর কারণে নাকচ হয়ে যাওয়ার ঠিক দুই সপ্তাহ পরে চীনের পক্ষ থেকে এধরনের বিবৃতি এল।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।