ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডাকিনী অভিযোগে এক নারীকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, ফেব্রুয়ারি ১৯, ২০১২
ডাকিনী অভিযোগে এক নারীকে পুড়িয়ে হত্যা

ঢাকা: ডাকিনী বিদ্যা চর্চার অভিযোগে এক নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নেপালে গত শুক্রবার এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।



চল্লিশোর্ধ্ব দুই সন্তানের মা ওই নারীকে পরিবারের সদস্যরাই আগুনে জীবন্ত দগ্ধ করেছে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হীরা মনি বড়াল জানিয়েছেন, ধেগানি মাহাতো নামের ওই নারীকে তার নিজ পরিবার ও গোষ্ঠীর লোকেরাই পিটিয়ে এবং পরে আগুনে পুড়িয়ে হত্যা করে। স্থানীয় পুরোহিতদের অভিযোগ, এই নারী তারই এক আত্মীয়কে জাদু করে অসুস্থ করেছে।

ঘটনাটি ঘটেছে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চিতোয়ান জেলার বাগুদা গ্রামে।

এই ঘটনায় দুই জন পুরোহিত, পাঁচ জন নারী এবং আট বছর বয়সী এক বালকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকরা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বড়াল।

বড়াল আরো জানান, শুক্রবার সকালে গরুর গোয়াল পরিষ্কার করার সময় মাহাতোকে ধরে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে এবং পাথর নিক্ষেপ করে নির্যাতন করা হয়। শেষে নয় বছর বয়সী মেয়ের সামনেই মাহাতোর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এ ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করেছেন। তিনি মুর্খ পুরোহিত এবং তান্ত্রিকদের বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ক্ষতিপূরণ হিসেবে মাহাতোর দুই শিশুকে ১০ লাখ নেপালি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

প্রসঙ্গত, বিশ শতকের মাঝামাঝি সময়ে খ্রিস্টীয় ইউরোপে ডাকিনী বিদ্যা নামে একটি ধর্মীয় দল তৈরি হয়েছিল। প্রভাবশালী খ্রিস্টান রাষ্ট্রগুলো এই বিশ্বাস চর্চার কারণে বহু নারীকে ধরে ধরে হত্যাও করেছে। অবশ্য ডাকিনী বিদ্যার চর্চা বহু প্রাচীন। আর এর চর্চাও ছিল সারা বিশ্বেই এবং এখনো আফ্রিকার কিছু আদিবাসীর (বান্তু) মধ্যে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।