ঢাকা: বিবদমান সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রস্তুতির পরিকল্পনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে পীত সাগরে। মহড়া করলে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
রোববার উত্তর কোরিয়ার সেনা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সোমবার থেকে তাদের জলসীমার পশ্চিম উপকূল বরাবর একটি দ্বীপের পাঁচটি ফ্রন্ট লাইনে সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে।
দক্ষিণের এই মহড়াকে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ’বেপরোয়া সামরিক প্ররোচণা’ বলে আখ্যায়িত করে বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে উত্তর কোরিয়া তার উপকূলীয় দ্বীপের সব অধিবাসীকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া প্রায়শই উপকূলীয় দ্বীপগুলোর আশেপাশে সামরিক মহড়া করে থাকে। তবে সোমবারই কেন উত্তর কোরীয় উপকূলে মহড়ার আয়োজন করলো তার কারণ জানা যায়নি।
উপকূলীয় সীমান্তে ২০১০ সালের এক মহড়ার সময় উত্তর কোরিয়ার বোমাবর্ষণে ৪ দক্ষিণ কোরীয় নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২