ঢাকা: মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি বিশেষায়িত কারাগারে কয়েদিদের দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। রোববার দেশটির লিওন রাজ্যের মনটিরি শহরের আপোডাকা কারাগারে এ ঘটনা ঘটে।
নিরাপাত্তা কর্মীরা বলছেন, কয়েদিরা সম্ভবত কারাগারের গার্ডদের ঘুষ বা শক্তিপ্রয়োগ করে পৃথক দুটি আলাদা সেলের দরজা খুলে নেয়। এরপরই মূলত আলাদা দুটি সেলের কিয়েদিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। লিওন রাজ্যের নিরাপত্তা মুখপাত্র জর্জ ডমেনি বলেছেন, সংঘর্ষের সময় কয়েদিরা কারাগারের ম্যাট্রেস সহ নানা আসবাবে আগুন দেয়। বর্তমানে নিরাপত্তাকর্মীরা অবস্থা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে সংর্ঘষের খবরে কয়েদিদের আত্মীয় স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করেছেন। কারাগারটিতে কমপক্ষে তিন হাজার কয়েদি ছিলো।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দেশটির তামুলিপাস রাজ্যের আলতামিরা কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২