ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা ও গুলিতে নিহত ১৫

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ফেব্রুয়ারি ১৯, ২০১২
বাগদাদে আত্মঘাতী বোমা ও গুলিতে নিহত ১৫

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, রোববার বাগদাদের উত্তরে পুলিশ একাডেমির প্রবেশপথে একজন আত্মঘাতী হামলাকারী হঠাৎ তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

মৃতদের অধিকাংশই পুলিশ বাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত বলে জানা গেছে। এরআগেও ২০০৫ ও ২০০৯ সালেও ওই পুলিশ একাডেমিতে হামলা হয়েছিলো।
অন্যদিকে বাগদাদের উত্তরে বাকুবা শহরে বন্দুকধারীর আল-কায়েদা সদস্যের গুলিতে ৪ পুলিশ ইনফরমার নিহত হয়েছে। বন্দুকধারী শহরের আবু করিম তল্লাসি চৌকিতে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যসহ দুই আধা-সামরিক বাহিনী সদস্যকে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।