ঢাকা: ফ্রান্স ও ব্রিটেনে তেল বিক্রি স্থগিত করেছে ইরান। রোববার দেশটির তেল মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
দেশটির তেল মন্ত্রণালয়ের মুখপাত্র আলী রেজা নিকজাদ রাহবার তাদের ওয়েবসাইটে জানান, তারা এখন তেল বিক্রির জন্য নতুন ক্রেতা খুঁজছেন। অবশ্য ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো আগেই আগামী ১ জুলাই থেকে ইরান হতে তেল আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছিলো। তেহেরানকে তার পরমাণূ কর্মসূচি বন্ধ করতে চাপ প্রয়োগের জন্যই মূলত দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছিলো। এরআগে গত বুধবার কিছু ইরানিয়ান মিডিয়া নেদারল্যান্ড, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইতালিতে দেশটি তেল রপ্তানি বন্ধ করছে বলে খবর প্রকাশ করে। কিন্তু তখনো এ সিদ্ধান্ত সম্পর্কে কেউ নিশ্চিত ছিলো না। কিন্তু রোববার ইরানের তেল মন্ত্রণালয়ের এই আনুষ্ঠানিক ঘোষণায় দেশগুলো এখন নড়েচড়ে বসেছে। কারণ দেশগুলোর অনেকের কাছেই হঠাৎ এ মুহূর্তে তেল আমদানির জন্য নতুন কোন উৎস খুঁজে বের করা কঠিন।
ইরানের পরমাণূ কর্মসূচি এবং দেশটিতে পশ্চিমা হামলার হুমকির মধ্য দিয়ে আর্ন্তজাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সারা বিশ্বে ফের শীতল যুদ্ধের সূচনা হতে পারে বলে আশঙ্কা করছেন, এই ঘোষণা তার পালে নতুন করে হাওয়া লাগালো নাকি তা এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো এখনো তাদের তেল আমদানির প্রায় ২০ শতাংশ ইরান থেকে কিনে থাকে। যা দেশটির সরকারি আয়ের অন্যকম উঃস। তবে তেল মন্ত্রণালয়ের রপ্তানি স্থগীতকরণের এমন সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে এমন সম্ভাবনা ইরানের তেল মন্ত্রী রুস্তম কোয়াসিমি নাকচ করে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২