কাবুল : আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর তিন ইতালিয়ান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি সামরিক জিপ দুর্ঘটনার শিকার হলে এই তিন সেনা নিহত হয় বলে জানায় ন্যাটো কর্তৃপক্ষ।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বিপদগ্রস্ত অপর একটি দলকে সাহায্য করার জন্য জিপে করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি হেরাতের শিনদানদ শহর থেকে ২০ কিলোমিটার দূরে সংঘটিত হয় বলে জানায় সংবাদমাধ্যম।
আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স বা ইসাফের অধীনে ইতালির প্রায় ৩ হাজার ৮শ’ সেনা মোতায়েন আছে।
বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২