ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যানিংয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ গঠন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, ফেব্রুয়ারি ২৪, ২০১২
ম্যানিংয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ গঠন

ঢাকা: আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন ধারার ওয়েবসাইট উইকিলিকসের কাছে তথ্য পাচারের জন্য মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ গঠন করা হয়েছে। মার্কিন সামরিক আদালতে এই অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।



২৪ বছর বয়সী মার্কিন সেনা বাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক ম্যানিংয়ের বিরুদ্ধে মোট ২২টি অভিযোগ এনেছে সামরিক আদালত। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো- শত্রুপক্ষকে সাহায্য; মার্কিন সামরিক আইনে যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

গত বৃহস্পতিবার ম্যানিংয়ের কোর্ট মার্শাল চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রায় ৪৫ মিনিট ধরে অভিযোগ পড়ে শোনান। এ সময় ম্যানিং একবারে চুপচাপ ছিলেন। কেবল বিচারক যখন তাকে জিজ্ঞেস করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি শুনেছেন কিনা তখন ম্যানিং হ্যাঁ উত্তর দেন।

আনীত অভিযোগে বলা হয়েছে, ম্যানিং ইরাকে দায়িত্বরত অবস্থায় ২০০৯ সালের নভেম্বরে এবং ২০১০ সালের মে’র দিকে হাজারেরও বেশি ইরাক ও আফগানিস্তান যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া গোপন সামরিক নথি এবং সরকারি কুটনৈতিক বার্তা উইকিলিকসের কাছে পাচার করেন।

গত বছর ডিসেম্বরে সামরিক আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক শুনানিতে এ বিষয়ে তথ্য প্রমাণও হাজির করা হয়। প্রমাণে দেখা যায়, ম্যানিং যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ৫০ হাজারেরও বেশি বিভিন্ন স্পর্শকাতর রিপোর্ট ডাউনলোড করে উইকিলিকসে সরবরাহ করেছিলেন। এমনকি ওইসব তথ্যের বিষয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে ম্যানিংয়ের অনলাইনে কথপোকথনের প্রমাণও হাজির করেছিলেন সামরিক আদালতের কৌঁসুলি।

যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত বিদেশিদের জীবনের প্রতি হুমকি বলে আখ্যায়িত করছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে’তে ম্যানিংকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।