বেইজিং: গত ফেব্রুয়ারিতে চীনের উৎপাদন বাড়ার সাথে সাথে রপ্তানিও বেড়েছে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীর গতির যে আশঙ্কা ছিল তা অনেকটা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চীনের উৎপাদন অবস্থার গতি নির্দেশক সূচক পারসেজিং ম্যানেজার’স ইনডিকেটর গত জানুয়ারিতে ছিল ৫০ দশমিক ৫ পয়েন্ট, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১ পয়েন্ট।
একই সঙ্গে রপ্তানির সূচক বেড়েছে ৪৬ দশমিক ৯ পয়েন্ট থেকে ৫১ দশমিক ১ পয়েন্টে। এই সূচক ৫০ ছাড়ানো মানে রপ্তানির বিস্তৃতি বুঝায়।
এসব সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট খুব ধীর গতিতে কাটিয়ে উঠছে ফলে এর নেতিবাচক প্রভাব চীনের রপ্তানিনির্ভর অথনীতিতে থাকবে তাকে সন্দেহ নেই।
চীনের স্টেট কাউন্সিলের উন্নয়ন গবেষণা কেন্দ্রের গবেষক ঝ্যাং লিকুন এ ব্যাপারে বলেন, ফেব্রুয়ারির পারসেজিং ম্যানেজার’স ইনডেক্স অব্যহতভাবে বাড়ছে। এই ধারা বজায় থাকা মানে অর্থনীতি স্থিতিশীলতার দিকে যাওয়া।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১২