ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, মার্চ ১, ২০১২
ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণ

আঙ্কারা: তুরস্কের ইস্তাম্বুল নগরীতে একটি পুলিশ বাসকে লক্ষ করে চালানো বোমা হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন পুলিশ অফিসার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



ইস্তাম্বুল নগরীতে অবস্থিত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির কার্যালয়ের নিকবর্তী একটি রাস্তায় বৃহস্পতিবার এই হামলা সংঘটিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ইস্তাম্বুলের পুলিশ প্রধান হোসেইন কাপকিনের উদ্ধৃতি দিয়ে তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বোমাটিকে একটি মোটর সাইকেলে ঘটনাস্থলে বহন করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ।

বাংলাদেশ সময়:১৫৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।