ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বন্দুকধারীদের গুলিতে বিচারক ও কৌঁসুলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, ফেব্রুয়ারি ২০, ২০১২
সিরিয়ায় বন্দুকধারীদের গুলিতে বিচারক ও কৌঁসুলি নিহত

দামেস্ক: বন্দুকধারীদের গুলিতে সিরিয়ার বিচারক ও শীর্ষ কৌসুলিসহ তিন জন নিহত হয়েছেন।   সরকারবিরোধী আন্দোলনে বিরুদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে এই দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

এসময় তাদের গাড়ি চালকও নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ।

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদসংস্থা সানা জানিয়েছে, রোববার ইদলিবের প্রাদেশিক কৌসুলি নিদাল ঘাজেল এবং বিচারক মোহাম্মদ জিয়াদেহকে বহনকারী একটি চলন্ত গাড়িতে বন্দুকধারীরা গুলি চালায়। এতে গাড়ির চালকসহ তারা ঘটনস্থলেই নিহত হন।

এর মাত্র একদিন আগেই নিকটবর্তী উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বন্দুকধারীদের গুলিতে স্থানীয় নগর কাউন্সিলের সদস্য জামাল আল বিস নিহত হন।

আলেপ্পো শহরটিকে সিরিয়ার চলমান আন্দোলনে বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাটি হিসেবে অভিহিত করা হয়। তবে নিহত জামাল আল বিস শহরের বাইরে নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে পূর্বের মতই সিরিয়ায় সরকারি নিরাপত্তা বাহিনী এবং বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিকভাবেও সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা ঘণীভুত হচ্ছে। সহিংসতা বেড়ে যাওয়া ও সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানে বেসামরিক লোক নিহত হওয়ার প্রতিবাদে মিশর সিরিয়ায় নিযুক্ত তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।

এদিকে চীন বলেছে সিরিয়ায় সহিংসতা বন্ধে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো এখনও সম্ভব। শনিবার চীনা প্রতিনিধিদলের সদস্যরা দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাতের এক দিন পর চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ায় চীন সরকারের এই দৃষ্টি ভঙ্গি প্রতিফলিত হয়।

আগামী চার মাসের মধ্যে সিরিয়ায় গণভোট এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিকল্পনায় চীনের সম্মতি আছে বলে জানিয়েছেন সিরিয়া সফরকারী প্রতিনিধিদলের প্রধান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন। সিরিয়া সঙ্কটে পশ্চিমা অবস্থানেরও সমালোচনা করেন তিনি।

ঝাই জুন শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।