বার্লিন : জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জোয়াচিম গাউককে সর্মথন দিতে একমত হয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। রোববার সাবেক পূর্ব জার্মানির মানবাধিকার কর্মী জোয়াচিম গাউককে জার্মানির পরর্বতী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে জোয়াচিম গাউকের নাম প্রস্তাব করে জার্মানির বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক এবং গ্রিন পার্টি। দুর্নীতির অভিযোগে সাবেক জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফ শুক্রবার পদত্যাগ করলে প্রেসিডেন্ট হিসেবে দলগুলো জোয়াচিম গাউকের নাম প্রস্তাব করে।
২০১০ সালে প্রেসিডেন্ট মনোয়নের সময় অবশ্য জোয়াচিম গাউকের বিরোধিতা করেছিলেন অ্যাঞ্জেলা মার্কেল। তিনি তখন প্রেসিডেন্ট পদে ক্রিস্টিয়ান উলফকে সমর্থন করেছিলেন।
জার্মানির প্রেসিডেন্ট পদটি অনেকটা অলঙ্কারিক হলেও দেশের রাজনীতিতে এর ব্যাপক প্রভাব রয়েছে।
গাউকের মনোয়নে কোনো দলের আপত্তি না থাকায় জার্মানিতে পরের মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এখন আনুষ্ঠানিকতায় পরিণত হলো।
অ্যাঞ্জেলা মার্কেল রোববার এক সাংবাদিক সম্মেলনে জোয়াচিম গাউককে সর্মথন দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগে তার মধ্য-ডানপন্থি দলের সঙ্গে পার্লামেন্টের বিরোধী দলগুলোর একটি বৈঠকে জোয়াচিম গাউকের মনোয়ন চূড়ান্তের ব্যাপারে সমঝোতা হয়।
জোয়াচিম গাউক পূর্ব জার্মানির একজন সাবেক প্রটেস্ট্যান্ট যাজক। অ্যাঞ্জেলা মার্কেলের পিতাও সাবেক পূর্ব জার্মানির একজন প্রটেস্ট্যান্ট যাজক ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হলে শুক্রবার তিনি পদত্যাগ করেন। ২০০৮ সালে এক ধনী ব্যবসায়ীর স্ত্রীর থেকে কম সুদে ৫ লাখ ইউরো ঋণ গ্রহণ করার দায়ে তিনি অভিযুক্ত হন। আদালত একে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ হিসেবে অভিহিত করে। তবে ক্রিস্টিয়ান উলফ দাবি করেন ঋণ গ্রহণ করে তিনি কোনো অন্যায় করেননি।
বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২