ম্যানিলা : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি কারাগারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়।
বন্দুকধারীরা কারাগারের প্রধান ফটকে এ সময় বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। বন্দুকধারীদের বিরুদ্ধে কারারক্ষীরা প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়। দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে রেডক্রসের এক কর্মী নিহত হয় বলে জানায় সংবাদমাধ্যম। গোলাগুলিতে আহতদের সরিয়ে নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন।
ফিলিপাইনের বিদ্রোহী মোরো লিবারেশন ফ্রন্টের এক শীর্ষ নেতাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে সংগঠনটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি জানান, আক্রান্ত এলাকাটিতে কমপক্ষে তিনটি বিদ্রোহী গ্রুপ ছাড়াও বিভিন্ন অপরাধী চক্র তৎপরতা চালায়। তাই প্রকৃত পক্ষে কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া এই মুহূর্তে কঠিন।
বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২