তেহরান : জাতিসংঘ পরমানু শক্তি সংস্থার প্রতিনিধিদল সোমবার দিনের প্রথমভাগে ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও উত্তেজনার প্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে তারা তেহরান এসেছেন বলে জানায় সংবাদমাধ্যম।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র সহকারী মহাপরিচালক হারমান ন্যাকার্টস পাঁচ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইরানের উদ্দেশে বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে তিনি আশাবাদী।
তবে ইরানবিরোধী পশ্চিমা দেশগুলো পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদলের এই সফর নিয়ে তেমন কোনো আগ্রহ প্রকাশ করছে না। দু’দিনের এই আলোচনায় তেমন কোনো অগ্রগতি আসবে না বলেই তারা মনে করছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। ইতোমধ্যে কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। পরমাণু কর্মসূচি বন্ধ না করলে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর অভিযোগ ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা বানাচ্ছে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বরাবরই বলে আসছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছিলেন, তার দেশ পরমাণু কর্মসুচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যে কোনো দিন যে কোনো স্থানে আলোচনায় বসতে আগ্রহী।
২০১১’র জানুয়ারি মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশেষ বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল।
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২