ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে জানুয়ারিতে বাণিজ্য ঘাটতি, বেড়েছে তেলের আমদানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ২০, ২০১২
জাপানে জানুয়ারিতে বাণিজ্য ঘাটতি, বেড়েছে তেলের আমদানি

ঢাকা: চলতি বছরের জানুয়ারি মাসে জাপানে ব্যাপকভাবে বাণিজ্য ঘাটতি হয়েছে। ইয়েনের মূল্য বেড়ে যাওয়ায় রপ্তানিতে এই বির্পযয়ের ঘটনা ঘটে।

এছাড়া গত বছরের মার্চে সুনামি এবং ভয়াবহ বন্যার কারণে নিউক্লিয়ার প্লান্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে তেলের আমদানি বেড়ে যায়।

ঘাটতির পরিমাণ দাঁড়ায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ইয়েন। গত বছরের তুলনায় রপ্তানি কমেছে ৯ দশমিক ৩ তিন শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।

মার্চে সুনামি এবং ভূমিকম্পের কারণে প্রায় ৫৪টি পারমানবিক চুল্লি বন্ধ হওয়ার কারণে জ্বালানি তেলের আমদানি বেড়ে যায়।
নরিনচুকিন রির্সাস ইনস্টিটিউটের তাকিশি মিনামি এ বিষয়ে বলেন, গত বছরের ভূমিকম্প, নিউক্লিয়ার প্লান্ট ক্ষতিগ্রস্ত হওয়া, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং নতুন বছরের ছুটি সব কিছু এক সঙ্গে হওয়ার কারণে এই ঘাটতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।