ঢাকা: চলতি বছরের জানুয়ারি মাসে জাপানে ব্যাপকভাবে বাণিজ্য ঘাটতি হয়েছে। ইয়েনের মূল্য বেড়ে যাওয়ায় রপ্তানিতে এই বির্পযয়ের ঘটনা ঘটে।
ঘাটতির পরিমাণ দাঁড়ায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ইয়েন। গত বছরের তুলনায় রপ্তানি কমেছে ৯ দশমিক ৩ তিন শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।
মার্চে সুনামি এবং ভূমিকম্পের কারণে প্রায় ৫৪টি পারমানবিক চুল্লি বন্ধ হওয়ার কারণে জ্বালানি তেলের আমদানি বেড়ে যায়।
নরিনচুকিন রির্সাস ইনস্টিটিউটের তাকিশি মিনামি এ বিষয়ে বলেন, গত বছরের ভূমিকম্প, নিউক্লিয়ার প্লান্ট ক্ষতিগ্রস্ত হওয়া, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং নতুন বছরের ছুটি সব কিছু এক সঙ্গে হওয়ার কারণে এই ঘাটতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২