ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় গৃহযুদ্ধের প্ররোচণা দিচ্ছে পশ্চিমারা: চীন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, ফেব্রুয়ারি ২০, ২০১২
সিরিয়ায় গৃহযুদ্ধের প্ররোচণা দিচ্ছে পশ্চিমারা: চীন

ঢাকা: পশ্চিমা দেশগুলো সিরিয়ায় গৃহযুদ্ধের প্ররোচণা দিচ্ছে বলে অভিযোগ করেছে চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্যা পিপলস ডেইলি। সোমবার দৈনিকটির প্রথম পাতায় এক মন্তব্য প্রতিবেদনে পত্রিকাটি লিখেছে পশ্চিমাদের সাহায্যে সিরিয়ার আসাদ সরকার বিরোধীরা বড় ধরনের গৃহ যুদ্ধের দিকে এগুচ্ছে।

এভাবে কখনোই স্বসস্ত্র সংঘর্ষ এড়ানো যাবে না বলেও পত্রিকাটি মন্তব্য করে।

এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধীরা বোমাবর্ষন প্রবণ এলাকা বাবা আমের থেকে মহিলা এবং শিশুদের অনত্র চলে যাবার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সুবুর্ব এলাকার হাদি আবদুল্লাহ নামে এক অধিবাসী জানায়, ওই এলাকায় এখন মানুষ প্রচন্ড ঠান্ডা এবং অনিশ্চয়তার মধ্যে মৃত্যুর প্রহর গুণছে।

জানা গেছে, আন্দোলনকারীরা স্বীকার করেছে যে, হমস শহরে সরকারি বাহিনী এখন তাদের উপর শক্তি প্রয়োগ আরো বাড়িয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণভোট আয়োজনের পরিকল্পনার দিকে আরো অগ্রসর হয়েছেন। এনিয়ে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাই ঝুনের সাথে আসাদের দামাস্কাসে গত সপ্তাহে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে মিস্টার ঝাই দেশটির সরকারি ও বিরোধীদের উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধের আহবান জানান।
এ প্রসঙ্গে রোববার যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি উইলিয়াম হজ এক সাক্ষাতকারে বলেছেন, আর্ন্তজাতিক সম্প্রদায় সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের যে উদ্যোগ নিয়েছিলো তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোর কারণেই বাধাগ্রস্থ হয়েছে। তিনি তার সাক্ষাতকারে আবারো সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আল আসাদকে পদত্যাগের আহবান জানান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।