ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৪৯ শান্তিরক্ষীকে আটক করেছে সুদানের জেম বিদ্রোহীরা

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৩, ফেব্রুয়ারি ২০, ২০১২
৪৯ শান্তিরক্ষীকে আটক করেছে সুদানের জেম বিদ্রোহীরা

ঢাকা:  সুদানের দারফুরে জাস্টিস এ্যান্ড ইক্যুয়ালিটি মুভমেন্টের (জেম)বিদ্রোহীরা ৪৯ আফ্রিকান শান্তিরক্ষী এবং তিন জন নিরাপত্তা প্রতিনিধিকে আটক করেছে বলে জানিয়েছে।

জেম বিদ্রোহীরা বলছে, শান্তিরক্ষীরা পূর্ব অনুমতি ছাড়াই তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করেছিলো।

আটককৃতদের ‍অধিকাংশই সেনেগালের সেনাবাহিনীর হয়ে আফ্রিকান ইউনিয়নভুক্ত জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত। অবশ্য এর মধ্যে ঘানা, রুয়ান্ডা ও ইয়েমেনের সৈন্যরাও রয়েছে।

উল্লেখ্য, সুদানে ২০০৩ সাল থেকে জেম বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির সরকারি হিসাব মতে গত বঝর থেকে এ পর্যন্ত বিদ্রোহীদের সাথে সংঘর্ষে প্রায় বার’শ লোক মারা গেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।