বেইজিং: চীনের একটি ইস্পাত কারখানায় সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইস্পাত কোম্পানিটির একজন কমকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
কর্তৃপক্ষ জানায়, সোমবার দিনের শেষভাগে লিয়াওনিং প্রদেশের আনশান শহরে অবস্থিত রাষ্ট্রনিয়ন্ত্রিত আঙগাং হেভি মেশিনারি কারখানার একটি ইস্পাত কাস্টিং ওয়ার্কশপে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।
কারখানাটির মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অ্যান্সটিল গ্রুপের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে দুর্ঘটনার ব্যাপারে প্রাদেশিক কমিউনিস্ট পার্টির দেওয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনহুয়া সংবাদ সংস্থা জানায় কারখানাটিতে একটি ইস্পাতের মোল্ড বিষ্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা মঙ্গলবার সকালের মধ্যে ১০টি মৃতদেহ উদ্ধার করে। পরে দুপুরবেলা আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২