ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অনশনরত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, ফেব্রুয়ারি ২১, ২০১২
অনশনরত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে ইসরায়েল

তেলআবিব: ইসরায়েলি কারাগারে কোন অভিযোগ ছাড়াই আটক ফিলিস্তিনি বন্দি খাদের আদনানকে ছেড়ে দিতে যাচ্ছে ইসরায়েল । খাদের আদনান নয় সপ্তাহেরও বেশী সময় ধরে ইসরায়েলের বন্দিশালায় অনশন পালন করছেন।



ইসরায়েলের সুপ্রিম কোর্টে খাদের আদনানের আটকাবস্থার বিরুদ্ধে করা আবেদনের ওপর মঙ্গলবার এক জরুরি শুনানি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি কর্র্র্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দেয়।

তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা হয়েছে বলে জানান খাদের আদনানের আইনজীবি ।
 

ইসরায়েলের সেনারা অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহর থেকে খাদের আদনানকে ২০১১’র ১৭ ডিসেম্বর আটক করে। ইসরায়েলের অভিযোগ ৩৩ বছর বয়সী এই রুটির দোকানদার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ ইসলামিক জিহাদের একজন মুখপাত্র।

আইনজীবি এবং মানবাধিকার সংস্থাকে খাদের আদনান জানান, মুখোশধারী ইসরায়েলি সেনারা তার মা ও ছেলেমেয়েদের উপস্থিতিতে বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়।

এসময় শেকল দিয়ে তার দুহাত পেছন থেকে বেঁধে তাকে সামরিক জিপের ওপরে ছুঁড়ে ফেলা হয়। ইসরায়েলের মেভো দোতানে অবস্থিত বন্দিশালায় নিয়ে যাওয়া পর্যন্ত তাকে এসময় অনবরত পেটানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এর প্রতিবাদে আটক হওয়ার পরের দিন থেকেই তিনি কোন ধরণের খাবার গ্রহন করতে অস্বীকৃতি জানান। টানা অনশনের কারণে বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর ।

প্রধান ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরাকাত তার মুক্তির ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর আগে আহবান জানান। এই অবস্থায় খাদের আদনানের ভাগ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করে।

এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে সর্তক করে দিয়ে বলে অনশনরত অবস্থায় কারাগারে খাদের আদনানের মৃত্যু হলে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে নতুন করে সহিংসতার সৃষ্টি হবে।

 ‘প্রশাসনিক আটকাবস্থা’ নামের ইসরায়েলের একটি বিতর্কিত আইনের অধীনে তাকে আটক রাখা হয়েছে। কোন ধরণের অভিযোগ গঠন ছাড়াই এই আইনের আওতায় বন্দিদের বিশেষ করে ফিলিস্তিনি বন্দিদের আটক রাখে ইসরায়েল ।

বর্তমানে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় ৩ শত ফিলিস্তিনি এই আইনের আওতায় কোন অভিযোগ ছাড়াই আটক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।