ওয়াশিংটন: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের সংগঠন দৃষ্টিপাত ডিসির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত একজন শ্রোতা তার অনুভুতি জানিয়ে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের যুগান্তকারী এই ঘটনা সংঘটিত হওয়ার দিনটিকে এখন আন্তর্জাতিকভাবে উদযাপন করা হচ্ছে দেখে আমি গর্বিত। ’
দৃষ্টিপাত ডিসির আয়োজিত পঞ্চম বার্ষিক ‘এক বিশ্ব অনেক আওয়াজ’ এই উৎসবে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীদের অংশগ্রহনে এক বর্ণিল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান মঞ্চায়িত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও তিব্বত, প্যারাগুয়ে, ফিলিস্তিন এবং থাইল্যান্ডের শিল্পীরা অংশ নেয়।
‘এটা উপভোগ করা খুবই আনন্দের যে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একই ছাদের নিচে নিজেদের মধ্যে ভাষা এবং সংস্কৃতি বিনিময়ের উৎসব উদযাপন করছে। ’ অনুষ্ঠানের আয়োজনকারী দৃষ্টিপাত ডিসি সংগঠনটির একজন সদস্য এ ভাবেই নিজের অনুভুতি ব্যক্ত করেন।
পরিসংখ্যান অনুসারে বর্তমানে পৃথিবীতে প্রতি ১৪ দিনে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে পৃথিবীর বর্তমান প্রচলিত ভাষাগুলোর মধ্যে অর্ধেকই চলতি শতাব্দীর মধ্যে হারিয়ে যাবে।
এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দৃষ্টিপাত ডিসি পৃথিবীর ৭ হাজার ভাষাকে উদযাপন করার মাধ্যমে বিপন্ন প্রায় ভাষাগুলোকে সংরক্ষণের ওপর মনোযোগ আকর্ষনের প্রচেষ্টা চালালো।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২