ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে এবার প্রাণ হারালেন পাঁচ ক্যাব চালক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, ফেব্রুয়ারি ২২, ২০১২
মেক্সিকোতে এবার প্রাণ হারালেন পাঁচ ক্যাব চালক

মেক্সিকো সিটি: আবারো সহিংস খবরের শিরোনাম হলো মেক্সিকো। এবারের ঘটনায় প্রাণ হারালেন পাঁচ ট্যাক্সিক্যাব চালক।



মেক্সিকোর উত্তরাঞ্চলের সংঘাতময় শহর মনতেরেতে এই হত্যাকা- সংঘটিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে ট্যাক্সিচালকরা এক পার্কিংয়ে দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করার সময় একদল বন্দুকধারী তাদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় সন্ত্রাসী চক্রকে চাঁদা দিতে অস্বীকার করার জেরে এ হত্যাকা- সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদকপাচারজনিত সহিংসতার জন্য শিল্প সমৃদ্ধ এলাকা হিসেব পরিচিত মনতেরে বিগত কয়েক বছর ধরেই বারবার খবরের শিরোনাম হচ্ছে।

এরই মধ্যে মেক্সিকোর দুটি প্রধান অপরাধী চক্র জেতাস ও গালফ ড্রাগ কার্টেলের কর্তৃত্বের লড়াইয়ের যুদ্ধক্ষেত্র হিসেবে কুখ্যাতি অর্জন করেছে মনতেরে।

মেক্সিকোর এই দুই কুখ্যাত মাদক চক্র মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের রুট দখলের লড়াইয়ে লিপ্ত। এ লড়াইসহ অন্যান্য সহিংসতায় গত পাঁচ বছরে দেশটিতে ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।

গত রোববারও মেক্সিকোর এক কারাগারে আটক এ দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যদের মধ্যে সংঘটিত দাঙ্গায় প্রায় ৪৪ জন নিহত হন। এসময় অপর ৩০ কয়েদি পালিয়ে যান।

এর আগেও ২০১১ সালে মনতেরের এক ক্যাসিনোতে হামলা চালিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা প্রায় ৫২ জনকে হত্যা করে। সেটি ছিলো মেক্সিকোর সাম্প্রতিককালের মারাত্মক সহিংস ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।