ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব আমিরাতে পেপসি-কোকাকোলা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, ফেব্রুয়ারি ২২, ২০১২
আরব আমিরাতে পেপসি-কোকাকোলা নিষিদ্ধ

ঢাকা: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে বিশ্বব্যাপী জনপ্রিয় কোমল পানীয় পেপসি ও কোকাকোলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির ভোক্তা অধিকার রক্ষা আইন লঙ্ঘন করার অভিযোগে কোম্পানি দু‘টির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় সংবাদ মাধ্যম।



সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়, সমগ্র দেশের বিভিন্ন সুপার মার্কেটের তাক থেকে পেপসি ও কোকাকোলার সবগুলো ক্যান সরিয়ে নিতে প্রায় একমাস সময় লেগে যেতে পারে।

ভোক্তা সুরক্ষা বিভাগ থেকে এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠান দু’টির পণ্যের গায়ে মূল্য উল্লেখ না করে ও উপাদানগুলোর আরবি বর্ণনা স্বংবলিত লেবেল সংযোজন না করেই এতদিন ধরে বিক্রি চালিয়ে আসছিলো। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভোক্তা সুরক্ষা আইনের ৮ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।