দামেস্ক: সিরিয়ায় সরকারবিরোধী সহিংসতা-বিক্ষুদ্ধ নগরী হোমসে গোলা বিস্ফোরিত হয়ে দুই বিদেশি সাংবাদিক নিহত হয়েছেন। হোমসের বাব আমর এলাকার স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে গোলার আঘাতে সৃষ্ট বিস্ফোরণে এক মার্কিনী ও এক ফরাসি সাংবাদিক নিহত হয় বলে জানান সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান এ সময় বিদেশি সাংবাদিকদের পাশাপাশি বেশ কিছু লোকও হতাহত হয়। নিহত দুই পশ্চিমা সাংবাদিক বাব আমরের একটি বাড়িতে স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে অবস্থান করার সময় বুধবার সকালে সরকারি সেনাদের ছোড়া গোলা এসে তাদের ওপর আঘাত হানে। একটি ভিডিওতে নিহত সাংবাদিকদের লাশের ছবি প্রকাশ করা হয়েছে। গোলার আঘাতে তাদের সঙ্গে অপর তিনজন বিদেশি সাংবাদিকও আহত হন বলে জানান আন্দোলনকারীরা।
সিরিয়ায় বাশারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু তারপরও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে প্রবেশ করে খবর সংগ্রহের চেষ্টা করে আসছে। এ পরিস্থিতিতে সাংবাদিক নিহত হওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটলো।
জানুয়ারি মাসেও গিলেস জ্যাকুয়ার একজন ফরাসি টেলিভিশন সাংবাদিক সিরিয়ায় নিহত হন। তিনি হোমস শহরে সরকারিভাবে আয়োজিত এক সফরে অংশ নিয়েছিলেন।
এদিকে মঙ্গলবার সিরিয়ায় নতুন করে সংঘটিত সংঘর্ষে সরকারি সেনাদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে দাবি করে আন্দোলনকারী এবং স্থানীয় মানবাধিকার কর্মীরা।
বিগত দুই সপ্তাহ ধরে সিরিয়ার সরকারবিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই শহরটিতে সিরিয়ার নিরাপত্তাবাহিনী আন্দোলনকারীদের দমনে সামরিক অভিযান চালিয়ে আসছে। অভিযানে বেসামরিক এলাকায় নিরাপত্তা বাহিনীর ছোড়া গোলার আঘাতে এখানে এখন পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে।
এদিকে সিরিয়ার পরিস্থিতি শোচনীয় রূপ ধারণ করায় আন্তর্জাতিক রেডক্রস সিরিয়ার সরকার ও বিরোধী উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পৌঁছাতে ও এলাকাগুলোতে আটকাপড়া বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে তারা এই আহবান জানায়। তবে কোন পক্ষই এ ব্যাপারে সম্মতি জানিয়ে এখনও সাড়া দেয়নি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২