নয়াদিল্লি: চলতি ২০১২’র জানুয়ারিতে বিশ্ববাজারে ভারতের অলঙ্কার রপ্তানি পরিমাণ হ্রাস পেয়েছে। গত অর্থ বছরের তুলনায় এই রপ্তানি কমেছে ৪ শতাংশ।
জানুয়ারি মাসে ভারতের হীরক রপ্তানি হ্রাস পেয়েছে ১৯ শতাংশ। যা আর্থিক দিক দিয়ে ১৭৭ কোটি ডলারের সমপরিমাণ। বুধবার ভারতের অলঙ্কার রপ্তানিকারকদের সংগঠন ‘জেম অ্যান্ড জুয়েলারি এক্্রপোর্ট প্রমোশন কাউন্সিল’ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। বিশ্বের শতকরা ৯৫ শতাংশ হীরা কাটা এবং পলিশ এর কাজ ভারতে হয়।
ভারতের মোট রপ্তানির শতকরা ১৭ শতাংশ জুয়েলারি শিল্প থেকে আসে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ভারতের অলঙ্কার রপ্তানির সবচেয়ে বৃহৎ বাজার।
‘জেম অ্যান্ড জুয়েলারি এক্্রপোর্ট প্রমোশন কাউন্সিল’ থেকে বলা হয় ভারতের এই শিল্পের জন্য তারা নতুন বাজার খুঁজছে। সেক্ষেত্রে চীন এবং রাশিয়া হতে পারে বিকল্প রপ্তানি ক্ষেত্র।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২