বুয়েনস আয়ার্স: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত ও ৬ শতাধিক লোক আহত হয়েছে।
বুধবার সকালে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বেড়িয়ে যাওয়ার পথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ট্রেনটি প্রায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে প্ল্যাটফর্মের শেষের দিকে ধাক্কা খায়। এতে ট্রেনটির সামনের ইঞ্জিন দুমড়ে মুচড়ে যায় এবং তার মধ্যে ড্রাইভারও আটকা পড়ে। সংঘর্ষে পেছনের বগিগুলোর দুমড়ে মুচড়ে যাওয়া লোহা এবং কাঁচের আঘাতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে শিশুসহ প্রচুর যাত্রী ছিল। এখনো ট্রেনের মধ্যে অনেক লোক আটকা পড়ে আছে।
ট্রেনটির ভেতরে আটকে পড়া আহতদের উদ্ধারে কাজ চলছে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে বুয়েনস আয়ার্সে বাস-ট্রেন সংর্ঘষে ১১ জন নিহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২