ঢাকা: কোনও সাক্ষী খুঁজে না পাওয়ায় যৌনকর্মীর সঙ্গে সংযুক্ততা বিষয়ক জিজ্ঞাসাবাদ থেকে আপাতত রেহাই পেলেন সাবেক আইএমএফ প্রধান ডমেনিক স্ট্রাউস কান।
তবে ভবিষ্যতে সাক্ষী খুঁজে পাওয়া গেলে তার বিরুদ্ধে ফের এ মামলায় সমন জারি করা হতে পারে বলে আভাস দিয়েছেন মামলার দায়িত্বে থাকা ফ্রান্সের তদন্তকারী ম্যাজিস্ট্রেট।
গত মঙ্গলবার তাকে অবৈধ যৌন সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানে তাকে ফ্রান্স সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও অবৈধভাবে অফিস ফান্ডের টাকার অপব্যবহার ও যৌনকর্মের সঙ্গে সংযুক্ততা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইতিমধ্যে কার্লটন অ্যাফেয়ার নামে চাঞ্চল্যকর এই মামলায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে লিলি নামের একটি হোটেলে কল গার্ল সরবরাহের অভিযোগ উঠেছে।
এ মামলায় ইতিমধ্যে পুলিশ হোটেলের একাধিক যৌনকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তারা দেশটির এক বামপন্থী রাজনীতিবীদের সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছে।
তবে ফ্রান্সে পতিতা সংযোগ বা এই ধরনের যৌন সম্পর্ক নিষিদ্ধ না হলেও ক্ষমতার অপব্যবহার করে আইএমএফ ফান্ডের টাকা অবৈধভাবে এ খাতে খরচের জন্য স্ট্রাউস কানের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২